October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:15 pm

‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ পেজের এডমিন জোভান

অনলাইন ডেস্ক :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’ নামে বহু পেজ ও গ্রুপ রয়েছে। সাধারণত বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজকেন্দ্রিক হয়ে থাকে এসব পেজ-গ্রুপ। যেখানে পরিচয় গোপন রেখে পছন্দের মানুষকে মনের কথা জানানো হয়। অনেক সময় সেই সূত্রেই শুরু হয় ভালোবাসার নতুন অধ্যায়। এবার বিষয়টি উঠে এলো নাটকের পর্দায়। নাম ‘ক্রাশ অ্যান্ড কনফেশান’। এটি নির্মাণ করেছেন মাসরিকুল আলম। এর চিত্রনাট্য লেখায় নির্মাতার সঙ্গে হাত মিলিয়েছেন জয়নুল আবেদিন। নাটকে ফেসবুক পেজের এডমিন আলিফের চরিত্রে দেখা যাবে ফারহান আহমেদ জোভানকে।

তবে মজার ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ের কেউ এই বিষয়টি জানে না। পেজ পরিচালনা করতে করতে একদিন নিজেই প্রেমের সাগরে ডুব দেয় আলিফ। দুই ব্যাচ জুনিয়র প্রিয়াকে মন দিয়ে ফেলে। এরপর সেই প্রেম জয়ের পালা। প্রিয়ার ভূমিকায় আছেন সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছেন সাহবাজ সানী, ঈশরাক পায়েল প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে সিএমভি। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে। চলছে সম্পাদনা। আসছে কোরবানির ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।