October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 3rd, 2021, 8:20 pm

ক্রিকেটার নাসিরকে নিয়ে প্রেমিকা সুবহার আক্ষেপ

অনলাইন ডেস্ক :

‘সেদিন যদি তুমি একটা বার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো ২ বাচ্চার মার কাছে তোমার ধরা খেতে হতো না। আর ধরা খেয়ে এইভাবে কোর্টে কোর্টে টাকা খরচ করে জামিন নিতে হতো না। তুমি মুখে যতই হাসো, কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি তুমি ভালো নেই।’ ক্রিকেটার নাসির হোসেনকে উদ্দেশ্যে করে কথাগুলো বলেছেন তার সাবেক প্রেমিকা সুবাহ শাহ হুমায়রা। তামিমার স্বামী মো. রাকিব হাসান অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন। সে মামলায় নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মি ও তার মা সুমি আক্তার সম্প্রতি জামিন পেয়েছেন। গতকাল বুধবার ফেসবুকে নাসিরকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সুবাহ। তিনি লিখেছেন, তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে, তোমার নাম লিখে অথচ তুমি এখন অন্য কাউকে নিয়ে আছো। তোমার সাথে যত কিছুই হোক না, এক দিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম। তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তা-ভাবনা নেই, উল্টো এইসব নিয়ে দৌড়াচ্ছ, তা দেখে খুবই দুঃখ পাই। ‘স্ট্যাটাসে সুবাহ আগামী ২ বা ৩ বছরের মধ্যে বিয়ে করবেন বলে জানান। আরও জানান তার স্বামী অবশ্যই নাসিরের চেয়ে অনেক ভালো একজন মানুষ হবেন। সুবাহ লিখেন, ‘হয়তো ২/৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলবো। আর অবশ্যই তোমার মত আমার হাজব্যান্ড হবে না। তোমার থেকে অবশ্যই ভালোই হবে। হয়তো টাকা কম থাকতে পারে তার। আমার জন্য তুমি দোয়া করো।’ সর্বশেষ নাসিরকে শুভ কামনা জানিয়ে সুবাহ লিখেন, ‘তোমার জন্য শুভকামনা রইল আশা করি সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে জাতীয় দলে ফিরে আসবে ভালো থেকো সব সময়।’ সুবাহ লিখেন, নাসির ও তার প্রেম ভেঙেছে প্রায় সাড়ে তিন বছর আগে। এ সময়ে তার ক্যারিয়ারের অনেক কিছুই বদলে গেছে। তিনি নিজে নাম লিখিয়েছেন সিনেমা ও মডেলিংয়ে। সুবাহ বলেন, ‘ব্রেকআপের পরে আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি।’