অনলাইন ডেস্ক :
ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৪২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। শুক্রবার (২৫ আগষ্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ক্রিমিয়ায় ৪২ ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত এবং অকার্যকর করে দেওয়া হয়েছে। শুক্রবার (২৫ আগষ্ট) ভোরের দিক রুশ মন্ত্রণালয় বার্তা আদানপ্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, নয়টি ইউক্রেনিয় মানবহীন আকাশযান গুলি করে ভূপাতিত এবং ৩৩ টি ড্রোন বৈদ্যুতিকভাবে প্রতিহত করে তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে দেওয়া হয়নি।
ক্রিমিয়ান শহর সেচেস্তপোলে মস্কো নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোঝায়েভ এর আগে টেলিগ্রামে লিখেছেন, বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়াতে ইউক্রেনের হামলার পরিমাণ বাড়িয়েছে ইউক্রেন। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৪৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু