October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 9th, 2021, 8:14 pm

ক্ষত-বিক্ষত অবস্থায় হাজির সানি লিওন

অনলাইন ডেস্ক :

বলিউড সেনসেশন সানি লিওন সাধারণত পর্দায় লাস্যময়ী রূপে হাজির হন। তবে এবার একেবারে ভিন্নরূপে দেখা গেলো তাকে। সানির পরবর্তী সিনেমা ‘শেরো’। তামিল ভাষায় নির্মিত এই সিনেমায় তার লুক প্রকাশ হয়েছে। সম্প্রতি এর একটি পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এতে রাগান্বিত চেহারায় ক্ষত-বিক্ষত অবস্থায় এই অভিনেত্রীকে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টারটি প্রকাশ করেছেন সানি লিওন। টুইটারে ক্যাপশনে লিখেছেন, টিকে থাকাটায় আমার প্রতিশোধ।আমার তামিল ভাষার ‘শেরো’ সিনেমার ফার্স্ট লুক এটি। আপনাদের সিনেমাটি দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না। সম্প্রতি ‘শেরো’ সিনেমার শুটিং শেষ করেছেন সানি লিওন। এটি পরিচালনা করেছেন শ্রীজিত বিজয়ন। তামিল ভাষার পাশাপাশি হিন্দি, তেলেগু, মালায়ালাম, ও কন্নড় ভাষায় এই সিনেমা মুক্তি দেওয়া হবে। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে তা এখনো ঘোষণা দেওয়া হয়নি।