October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 15th, 2021, 7:44 pm

ক্ষোভ প্রকাশ করলেন ফারিয়া শাহরিন

অনলাইন ডেস্ক :

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী-মডেল ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু হয় তার। তবে বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনের মডেল হয়েই তিনি পরিচিতি পান। এরপর বেশকিছু নাটকে দেখা গেছে তাকে। শোবিজে কাজ করা নিয়ে প্রায়শই নিন্দার মুখে পড়তে হয় ফারিয়াকে। মাঝে মাঝে আপত্তিকর প্রশ্নও করে বসেন অনেকে। বিষয়টি নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। ফারিয়া বলেছেন, মাঝে মাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের মন্তব্য দেশের অনেক অভিনেত্রীকেই শুনতে হয়। তারা এগুলোকে এড়িয়ে যান। তবে ফারিয়া শাহরিন জানালেন, তিনি এসব সহ্য করতে পারেন না। ফেসবুকে লিখেছেন, অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতগুলো বছর ভালো থাকলাম, এত সৎ থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখালো, নিজেকে তাও কন্ট্রোল করলাম। দিনশেষে কি পেলাম আমি। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়। উল্লেখ্য, ফারিয়া শাহরিন সর্বশেষ আলোচিত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। এই বিদেশ ভ্রমণ নিয়েই সম্প্রতি নানা আপত্তিকর কথা শুনতে হচ্ছে তাকে।