October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 15th, 2022, 8:05 pm

কড়া শাস্তি শুনিয়ে ব্রাজিল-আর্জেন্টিনাকে পুনরায় খেলতে বললো ফিফা

অনলাইন ডেস্ক :

গত সেপ্টেম্বর ব্রাজিল-আর্জেন্টিনা মহারণে কী নাটকটাই না হয়েছিল! কোয়ারেন্টিন প্রটোকল ইস্যুতে ঝামেলা বাঁধিয়েছিল ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা। তাতে ম্যাচ চলতে পেরেছে মাত্র ৭ মিনিটের মতো। উত্তেজনা এত চরমে পৌঁছায়, পরে ওই ম্যাচই স্থগিত করতে হয়েছে। অবশেষে ফিফা ওই ঘটনার তদন্ত শেষে রায় দিয়েছে। ম্যাচটি পুনরায় মাঠে গড়ানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি আর্জেন্টিনার ৪ খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে সাও পাউলোয় লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে। তখন বিতর্ক উঠে আর্জেন্টিনার চার ফুটবলার এমিলিয়ানো মার্তিনেজ, জোভান্নি লো সেলসো, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও ক্রিস্টিয়ান রোমেরোকে নিয়ে। বলা হয়, ব্রাজিলে প্রবেশের ক্ষেত্রে সেখানকার কোভিড প্রটোকল তারা মানেননি। তাই খেলা শুরুর কিছুক্ষণ পর মাঠে হানা দেন ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা! পরে তো ম্যাচই বন্ধ হয়ে গেছে। এই ঘটনায় ফিফার রায়ে বলা হয়েছে, ওই চার খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবলে ফেরার ক্ষেত্রে ফিফার প্রটোকল মানেননি। সে কারণে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুই ম্যাচের। মার্চে পরের দুই বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও ইকুয়েডর। ফলে খুব সম্ভব এই দুই ম্যাচেই ওই চারজন অংশ নিতে পারবেন না। তবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ এর মাঝে পড়ে গেলে তখন সূচি দেখেই শাস্তির বিষয়টি নির্ধারিত হবে। অবশ্য দুই দলই বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকিট নিশ্চিত করেছে। ফলে নতুন করে এই ম্যাচের সূচি তাতে প্রভাব ফেলবে না। এছাড়া মাঠের অনাকাক্সিক্ষত ঘটনারা জন্য আর্জেন্টিনা-ব্রাজিল দুই দলকেই আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ব্রাজিলকে জরিমানা করা হয়েছে ৫ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ ও আর্জেন্টিনাকে ২ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ।