October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 20th, 2022, 7:59 pm

খল চরিত্রে হাজির হচ্ছেন অনন্যা

অনলাইন ডেস্ক :

কলকাতার বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী অনন্যা বিশ্বাস। ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু। এরপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে টাপুরের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি। একাধিক ধারাবাহিকে দীর্ঘ কয়েক বছর ধরে পর্দায় কাজ করছেন। আরও এক নতুন ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাবে অনন্যাকে। স্টার জলসায় ‘সাঁঝের বাতি’নায়ক রেজওয়ান রাব্বানি শেখের নতুন ধারাবাহিক শুরু হতে যাচ্ছে। গুঞ্জন, তাঁর সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে বরণ ধারাবাহিকের ‘তিথি’ ওরফে ইন্দ্রাণী পালকে। আর এই নতুন ধারাবাহিকেই খলনায়িকার চরিত্রে অভিনয় করবেন অনন্যা। এর আগে ‘বরণ’ ধারাবাহিকে অনন্যা এবং ইন্দ্রানীকে একসঙ্গে দেখেছে দর্শক। ‘কে আপন কে পর’, ‘যমুনা ঢাকি’, ‘বরণ’-এর মতো ধারাবাহিকে এর আগে অভিনয় করেছেন অনন্যা। ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে ‘তাথৈ’ চরিত্রেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন তিনি। পর্দার বাইরে অনন্যা কিন্তু একদম আলাদা অনেকটাই বোল্ড। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। প্রতিদিনই নিত্য নতুন ছবি ও ভিডিও পোস্ট করেন।