September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 18th, 2023, 7:50 pm

খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত শতাধিক

খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শাপলা চত্বর এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় আওয়ামী লীগও একই সময়ে মিছিলের পরিকল্পনা করেছিল।

স্থানীয়রা জানান, শাপলা চত্বর ও আশপাশের এলাকায় তিন ঘণ্টার বেশি সময় ধরে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় ৮টি মোটরসাইকেলে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নির্য়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

এতে জেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক নুরুল আজম, মো. আলমাস, কাজরী মারমাসহ ২৫ থেকে ৩০ জন আওয়ামী লীগকর্মী আহত হন। অপর পক্ষে জেলা বিএনপির সমবায় সম্পাদক মো. হোসেন বাবুসহ ২০ থেকে ২৫ জন বিএনপি নেতাকর্মী আহত হন।

এদিকে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষের জন্য স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতারা একে অপরকে দায়ী করেছেন।

খাগড়াছড়ি আ. লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, উন্নয়ন মিছিলে অংশ নিতে যাওয়ার পথে বিএনপি ক্যাডাররা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, তারা খাগড়াছড়ির পৌরসভা ভবনসহ অসংখ্য বাণিজ্যিক ভবন ভাঙচুর করেছে।

খাগড়াছড়ি বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বলেন, কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মিছিল করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালালে অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। আহত কয়েকজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—-ইউএনবি