October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 27th, 2023, 7:33 pm

খাগড়াছড়িতে পাহাড় ধসে মহালছড়ি-গুইমারা সড়কে যান চলাচল বন্ধ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমুড়া এলাকায় ভূমিধসে রবিবার (২৭ আগস্ট) সকাল থেকে মহালছড়ি-সিন্দুকছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা জানান, সকালে ভারি বর্ষণে ওই এলাকায় ভূমিধসে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

ভূমিধসের কারণে সিএনজিচালিত অটোরিকশা, থ্রি-হুইলার ও ছোট ট্রাক চলাচল বন্ধ থাকায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সড়ক থেকে মাটি সরাতে কাজ করছে, তবে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

—-ইউএনবি