October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 21st, 2023, 7:47 pm

খাগড়াছড়িতে ৭ বাসে ভাঙচুর

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইলাছড়িতে সাতটি বাসে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা।

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে সোমবার (২০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহনসহ ঢাকাগামী বিভিন্ন পরিবহনের সাতটি বাসে ভাঙচুর চালায় একদল দুর্বৃত্তরা।

এ ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন। হামলার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

—-ইউএনবি