November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 28th, 2024, 9:35 pm

খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায়, নিহত ৩

অনলাইন ডেস্ক :

গাজা শহরের উপকূলীয় আল-রশিদ রাস্তায় খাবারের জন্য অপেক্ষায় থাকা তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ইসরায়েলি বাহিনীর আর্টিলারি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থকর্মীরা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ত্রাণ সহায়তার জন্য দাঁড়িয়ে ছিলেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। ঠিক তখনই তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেখানে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ গাজার বাসিন্দারা অনাহারে ভুগছেন। তাই ত্রাণ সহায়তার জন্য অপেক্ষা করছিলেন তারা। দুইদিন আগেই ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেসময় ১০ জন ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ১৪৬তম দিন। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৯ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজার ২১৫ জন। অপরদিকে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।