November 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 2nd, 2022, 8:48 pm

খুব শিগগিরই ডিজিটাল রুপি আনছে ভারত

অনলাইন ডেস্ক :

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা দিয়েছেন, খুব শিগগিরই ভারত রুপির ডিজিটাল সংস্করণ চালু করবে। গত মঙ্গলবার বাজেট বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। এ ছাড়া তিনি ডিজিটাল সম্পদ থেকে আয়ের ওপর ৩০ শতাংশ করের রূপরেখা তৈরি করেছেন। বড় অর্থনীতির দেশ হিসেবে সর্বশেষ ভারত ডিজিটাল মুদ্রা আনার ঘোষণা দিল। এশিয়ার দেশ চীন ইতোমধ্যে ডিজিটাল ইউয়ান পরীক্ষামূলক চালু করেছে। খবর বিবিসি অনলাইনের। নির্মলা সীতারমণ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রার প্রচলন সমৃদ্ধি ঘটাবে, ডিজিটাল অর্থনীতির জন্য এটি বিশাল অগ্রগতি। আর ডিজিটাল মুদ্রা আরও দক্ষ এবং সস্থা মুদ্রা ব্যবস্থাপনা পদ্ধতির দিকে নিয়ে যাবে। বাজেট বক্তব্যে তিনি আরও বলেন, ডিজিটাল সম্পদ লেনদেনের সম্ভাব্য ঊর্ধ্বমুখিতা এই আর্থিক ব্যবস্থার জন্য একটি নির্দিষ্ট কর ব্যবস্থা প্রণয়ন অপরিহার্য করে তুলেছে। যেখানে ডিজিটাল লেনদেনের লাভ থেকে কর নেওয়া হবে। এই কর ডিজিটাল সম্পদউপহারের ওপরও কার্যকর হবে এবং উপহার গ্রহীতা কর পরিশোধে দায়বদ্ধ থাকবে। অন্য সব লেনদেনের ক্ষেত্রে উৎসে কর নেওয়া হবে।