খুলনায় ‘দেশ সংযোগ’-নামের স্থানীয় একটি পত্রিকা অফিসে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টার দিকে নগরীর ফুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে চারটি মোটরসাইকেলে করে ৬-৭ জন দুর্বৃত্ত চাপাতি, দাসহ ধারালো অস্ত্র নিয়ে দৈনিক দেশ সংযোগ-এর অফিসে এসে হামলা চালায়। এ সময় তাদের কেউ কেউ হেলমেট পড়া ও মুখ বাঁধা অবস্থায় ছিল।
তারা পত্রিকা অফিসের জানালা ভাঙচুর করে। এছাড়া পাশে থাকা কাকন প্রিন্টিং এন্ড পাবলিকেশন কার্যালয়েও হামলা ও ভাঙচুর করে পালিয়ে যায়।
পত্রিকাটির সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ বলেন, কিছুদিন আগে মাদক ও জুয়ার বিরুদ্ধে পত্রিকায় খবর প্রকাশিত হয়। সেই খবরের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
কাকন প্রিন্টিং এন্ড প্রেসের মালিক নাছির উদ্দিন বলেন, দুর্বৃত্তরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুরের পাশাপাশি আমার অফিসের থাই গ্লাস ভেঙেছে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজে সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের