September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 14th, 2023, 3:25 pm

খুলনায় ৩০ টাকায় প্রতি প্যাকেট ‘কুকুরের মাংসের বিরিয়ানি’ বিক্রি, গ্রেপ্তার ৪

খুলনায় ‘কুকুরের মাংসের’ বিরিয়ানি বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে খালিশপুরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ঘটনাস্থলে জবাই করা কুকুরের দেহাবশেষ দেখতে পায়।

গ্রেপ্তারদের মধ্যে মো. আবু সাইদ (৩৭) ছাড়া বাকিরা সবাই অপ্রাপ্তবয়স্ক।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খালিশপুরের বাসিন্দা আবু সাইদ নগরীতে প্রতি প্যাকেট বিরিয়ানি ৩০ টাকায় বিক্রি করছিলেন।

গোয়েন্দা সূত্রের ভিত্তিতে দলটিকে ধরতে সক্ষম হয় পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ংকর কুন্ডুর উপস্থিতিতে তাদের খালিশপুর থানায় নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পশু কল্যাণ আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।

—-ইউএনবি