October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 13th, 2022, 1:39 pm

খুলনায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) চেয়ারম্যান জাকির গাজীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে উপজেলার রোয়ালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জাকির গাজী তার মাছ ঘেরের ডিজেলের টাকা পরিশোধ করে আড়ুয়াঘাট এলাকা থেকে ফিরছিলেন। পথে রোয়ালিয়ারচর প্রাইমারি স্কুলের সামনে পৌঁছালে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এরপর তারা রড, হাতুড়ি দিয়ে জাকির গাজীর শরীরে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, দুর্বত্তদের হামলায় গাজী জাকিরের দুহাত, দুপা ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন অংশে জখমের আঘাত রয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ চৌধূরী জানান, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির গাজীর ওপর হামলার ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

—ইউএনবি