September 23, 2023

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 5th, 2022, 8:10 pm

খুলনায় মার্কেটে আগুন, ১৬টি দোকান পুড়ে গেছে

খুলনা সদর উপজেলার বড়ো বাজারে বুধবার দুপুরে আগুনে কমক্ষে ১৬টি দোকান পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের পাশের বাজারের একটি দোকানে আগুন লাগে এবং কিছুক্ষণের মধ্যেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খুলনা ফায়ার সার্ভিসের বিভাগীয় উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি দমকল কাজে লাগানো হয় এবং আগুন নেভাতে তাদের প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়।

দুর্গাপূজার ছুটির কারণে আজ বুধবার বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, আগুনের সঠিক উৎস ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

—ইউএনবি