খুলনায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার ফুলতলার জামিরায় বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অনুজ কুমার মন্ডল (৩২) উপজেলার রামকৃষ্ণপুরের সুনিল মন্ডলের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার খোকন চন্দ্রের ছেলে মোটরসাইকেল আরোহী অনুপ চন্দ্র (৩২), ডুমুরিয়ার সিরাজুল ইসলামের ছেলে ইজিবাইক চালক আব্দুল্লাহ (২৫), ফুলতলার রফিকুল মোল্যার ছেলে ইজিবাইকের যাত্রী কাদির মোল্যা (১৭) ও বিল্লাল মোল্যার ছেলে নাঈম মোল্যা (১৭)।
ফুলতলা থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে অনুজ কুমার মন্ডল ও অনুপ চন্দ্র মোটরসাইকেল যোগে ভবদা থেকে জামিরা বাজার যাচ্ছিলেন। জামিরার শেখ বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক অনুজ কুমার মন্ডল ঘটনাস্থলে নিহত হন। এতে মোটরসাকেলের অপর আরোহী ও ইজিবাইকের চালক ও যাত্রীসহ চার জন গুরুতর আহত হন।
পরে তাদের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমি চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
—ইউএনবি
আরও পড়ুন
ঠাকুরগাঁও রেলস্টেশনে বেড়েছে পকেটমারদের দৌরাত্ম্য, অসহায় ট্রেনযাত্রীরা
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত