November 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 7th, 2024, 8:29 pm

খোঁজ মিলেছে সাবেক তারকা গোলরক্ষক মহসিনের

অনলাইন ডেস্ক :

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার মহসিনের খোঁজ মিলেছে। দুই দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার বাসায় ফিরেছেন সাবেক তারকা এই গোলরক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন মহসিনের ছোট ভাই কোহিনূর পিন্টু। মহসিনের ফেরা প্রসঙ্গে কোহিনূর গণমাধ্যমকে বলেন, ‘আল্লাহর রহমতে আমার ভাইকে সকালে ফিরে পেয়েছি। সকাল সাতটার দিকে এক রিকশায় মহসিন ভাই ফিরে এসেছে। তেজগাঁও রেলস্টেশনের দিকে পড়ে ছিল। জামাকাপড় বেশ ধুলোমাখা ছিল৷

সেখানে জিআরপি পুলিশ তাকে চিনতে পারে। বাসার ঠিকানা ঠিক মতো বলতে পারায় আসতে পেরেছেন।’ স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যতম সেরা গোলরক্ষক মহসিন। ১৯৮২-৯৩ পর্যন্ত জাতীয় দলে এক নম্বর গোলরক্ষক ছিলেন। ঢাকা আবাহনী, মোহামেডানে, মুক্তিযোদ্ধায় খেলেছেন সুনামের সঙ্গে। খেলা ছাড়ার পর কানাডায় বসবাস শুরু করেন। কানাডা দীর্ঘদিন থাকার পর দেশে ফিরে আসেন বছর কয়েক আগে। কিছু দিন আগেও চিকিৎসার অভাবে মহসিনের খারাপ অবস্থা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায়িত্ব নিয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও সেরে ওঠেননি।