September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 11:21 am

গঙ্গাচড়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বর্নাঢ্য র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সকল কর্মসূচীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি এমদাদুল হক, আমিনুর রহমান প্রামানিক, যুগ্নসাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, লাইবুল ইসলাম লেবু, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক আশেকুজ্জামান লিটন, সহ-দপ্তর সম্পাদক তারিকুজ্জামান তমজিদ, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম লেবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাছ উদ্দিন লিখন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু, শ্রমিকলীগ নেতা জমিদার রহমান টাইগারসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়া গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।