জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, মাজহারুল ইসলাম লেবু, আব্দুর রউফ, প্রধান শিক্ষক তৈলক্ষ্য রায়, নারীনেত্রী নিলুফা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী শামসুদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারীনেত্রী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। এদিকে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হয়েছে।
আরও পড়ুন
যমুনা সেতুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
ভেঙে পড়েছে খুমেকের চিকিৎসা সেবা, রোগীরা ভোগান্তিতে
এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প দ্রুত বাদ দিন: উপদেষ্টা নাহিদ