October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 14th, 2023, 3:00 pm

গঙ্গাচড়ায় জানো প্রকল্পের এ্যানুয়াল ক্যাম্পেইন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরে গঙ্গাচড়ায় জানো প্রকল্পের এ্যানুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এ এ্যানুয়াল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞার সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না।

অনুষ্ঠানে মোটিফিকেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড: রেজওয়ানা করিম স্নিগ্ধা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস আর ফারুক এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধি হারজিনা জহুরা। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাসুদ রানা, উপজেলা ম্যানেজার খোকন মিয়া প্রমুখ। এ্যানুয়াল ক্যাম্পেইনে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বনাম ঠাকুরাদহ স্কুল এন্ড কলেজ বন্ধুত্বপূর্ণ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বিজয় লাভ করেন ঠাকুরাদহ স্কুল এন্ড কলেজ।

এছাড়াও অনুষ্ঠানে এক মনোমুগ্ধকর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং ধনতোলা আর.ইউ স্কুল এন্ড কলেজ অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয় লাভ করেন গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ জেমস শিক্ষক, সেরা শিক্ষার্থী, সেরা রাধুনীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।