জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় প্রতি বছর তিস্তার ভাঙনে ভিটে মাটি ও ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হওয়ার কবল থেকে রক্ষা পেতে তিস্তার ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০ টায় উপজেলার লক্ষীটারী ইউনিয়নের মহিপুরে শেখ হাসিনা সেতুর উত্তর প্রান্তে কাকিনা টু রংপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কোলকোন্দ ইউনিয়নের বিনবিনা চর হতে লক্ষীটারী ইউনিয়নের শংকরদহ পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের দাবি করা হয়।
মানববন্ধনে বক্তারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন ভাঙন রোধের নামে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বক্তব্য দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, ইউপি সদস্য দুলাল, মনোয়ারুল, রমজান, আমান, স্থানীয় আফজাল, আবুল কাশেম, মজিবুল প্রমুখ। এছাড়া প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া। মানববন্ধনে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করে।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের