December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 6th, 2023, 3:25 pm

গঙ্গাচড়ায় পিপিভি’র নিয়োগ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরে গঙ্গাচড়া উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের অধীনে পেইড পেয়ার ভলান্টিয়ার (পিপিভি) নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফলে নির্বাচিতকারীরা স্থগিত হওয়া নিয়োগ দ্রুত বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করছে। গতকাল মঙ্গলবার চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় স্বচ্ছতার সহিত নিয়োগ হয়েছে দাবি করেন নির্বাচিত প্রার্থীরা। তারা মানববন্ধনে আরো বলেন মিথ্যা তথ্য প্রচার করে ষড়যন্ত্রের মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগ ফলাফল স্থগিত করানো হয়েছে। উদ্ধর্তন কর্তৃপক্ষের কাছে চুড়ান্ত প্রার্থীরা স্থগিত নিয়োগ দ্রুত বাস্তবায়নের দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী তাসমীনা খাতুন, আরিফা সুলতানা, হাসনা হেনা, নিলুফা আকতার, লাবনী আকতার প্রমূখ। পরে তারা নিয়োগ কমিটির কাছে স্বারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য গঙ্গাচড়ায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের জন্য মাঠ পর্যায়ের দুর্গম ও কম অগ্রগতিসম্পন্ন এলাকায় ২৩ জন পিপিভি চেয়ে ১৩ মে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। নিয়োগ পরীক্ষা হিসেবে গত ২৪ মে তারিখে বৈধ প্রার্থীদের সাক্ষাতকার (ভাইভা) অনুষ্ঠিত হয়। অতঃপর ওইদিন রাতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এবং ২৫ মে অনিবার্য কারণে প্রকাশিত ফলাফল স্থগিত করে নিয়োগ কমিটি।