জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। রোববার দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমতাজুল হক, গঙ্গাচড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহফুজার রহমান, বিএম কলেজের অধ্যক্ষ নুরুন নবী রানা, কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সাংবাদিক আব্দুল বারী স্বপন, কলাগাছি সপ্রাবির সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করেন এবং বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তি উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রতাপ বাবু। এর আগে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি ও আলোচনা সভায় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি