October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 15th, 2023, 3:18 pm

গঙ্গাচড়ায় বিনামূল্যে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ২০২২-২৩ অর্থ বছরে ২০২৩-২৪/খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন এবং গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণের যৌথভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এ সময় কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আমন ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১’শ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ ও ডিএপি এবং এমওপি সার ২০ কেজি করে এবং বীজ তৈরি ও রক্ষণাবেক্ষণর জন্য ২৮’শ করে টাকা বিকাশের মাধ্যমে এবং ২৩ টাকার বিভিন্ন উপকরণ দেওয়া হবে। সুবিধাভোগী কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এসব বিতরণ করা হবে।