জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় ২০২২-২৩ অর্থ বছরে ২০২৩-২৪/খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন এবং গ্রীস্মকালীন পেঁয়াজ ফসলের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিতরণের যৌথভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এ সময় কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ উপ-সহকারী কৃষি অফিসারগণ ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার কৃষকের প্রত্যেককে বিঘা প্রতি ৫ কেজি আমন ধান বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হবে। এছাড়া ১’শ কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ ও ডিএপি এবং এমওপি সার ২০ কেজি করে এবং বীজ তৈরি ও রক্ষণাবেক্ষণর জন্য ২৮’শ করে টাকা বিকাশের মাধ্যমে এবং ২৩ টাকার বিভিন্ন উপকরণ দেওয়া হবে। সুবিধাভোগী কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এসব বিতরণ করা হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি