October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 26th, 2023, 3:37 pm

গঙ্গাচড়ায় মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষে উপজেলা এ্যাডভোকেসি সভা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়ায় মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষে উপজেলা পরিষদের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ এর সহোযোগিতায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের উপপরিচালক জিলুফা ইয়াসমিন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, সেভদ্যা চিলড্রেনের প্রতিনিধি ফরিদুল জুলফিকার প্রমুখ। এ সময় ইউপি চেয়ারম্যান, মহিলা সদস্য, সাধারণ সদস্য, আরডিআরএস বাংলাদেশ এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।