December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 3rd, 2024, 3:28 pm

গঙ্গাচড়ায় মাসকলাই বীজ ও সার বিনামূল্যে বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মঙ্গলবার গঙ্গাচড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এ সময় উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মারুফা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার নাঈম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজার রহমানসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার ১৬০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেকে বিঘাপ্রতি ৫ কেজি মাসকলাই বীজ, সার ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়।