October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 29th, 2023, 3:58 pm

গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদপ্তরের সেবা বিষয়ে অবহিতকরণ সেমিনার

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবা বিষয়ে অবহিতকরণ সেমিনার বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ অফিসের আয়োজনে অবহিতকরণ সেমিনার উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

সমাজসেবা অধিদপ্তরের সেবা বিষয়ে উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান। সেমিনারে আরো বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুজহাত আনিকা, মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, আব্দুল মোত্তালিব প্রমুখ। সেমিনারে জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সমাজসেবক অংশগ্রহণ করেন।