October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 28th, 2023, 3:23 pm

গঙ্গাচড়ায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা

জেলা প্রতিনিধি , রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৮ আগস্ট) মাল্টিমিডিয়া পারপাস হলরুমে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল,মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। পেনশন স্কিম সম্পর্কে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক গঙ্গাচড়া শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুল মোনায়েম।

সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় উম্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীরা স্কিম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার ও সোনালী ব্যাংকে অফিসার প্রশ্নের উত্তর দেন।এছাড়া মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমসমূহ সম্পর্কে অবগত করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে উপজেলার সকল সরকারি দপ্তরের সুফলভোগী ও ইউপি চেয়ারম্যানদের নেতৃত্বে সাধারণ মানুষকে উপজেলা পর্যায়ে ব্যাপক স্কিম সম্পর্কে ধারনা দেওয়া হবে এবং এর আওতায় আনা হবে। সভায় ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ইউপি সচিব, উদ্যোক্তা, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন।