September 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 13th, 2023, 3:58 pm

গঙ্গাচড়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় গঙ্গাচড়ায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গঙ্গাচড়া এর আয়োজনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাডারডিপি, পিএমএসইউ, ডিএই রংপুরের সিনিয়র মনিটরিং অফিসার আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা। কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হকের উপস্থাপনায় মেলায় স্টল দেয়া নার্সারী মালিকদের সনদ ও ১ম, ২য় ও ৩য় পুরস্কার প্রদান এবং সকল স্টল দেয়া প্রতিষ্ঠানসহ অতিথিবৃন্দকে শুভেচ্ছা স্বারক দেওয়া হয়।