October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 7th, 2023, 3:08 pm

গঙ্গাচড়ায় ৫২ রোগীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ার মতো জটিল ও দূরারোগ্য রোগে আক্রান্ত অসচ্ছল রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে উপজেলার ৫২ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার টাকা করে ২৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (৭ আগষ্ট) উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এসব অসচ্ছল রোগীদের মাঝে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ওসি দুলাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান বক্তব্য রাখেন।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ সুবিধাভোগী রোগী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।