October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 10th, 2023, 3:29 pm

গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা ও অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা (২০২৩-২৪) ও পুষ্টি কর্ম-পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন বৃহস্পতিবার (১০ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি নাহিদ তামান্না। গত সভার রেজুলেশন পাঠ ও পুষ্টি কর্ম-পরিকল্পনা উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডাঃ আসিফ ফেরদৌস। মৎস্য দপ্তরের পুষ্টি কর্ম-পরিকল্পনা উপস্থাপন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দীপা রানী বিশ্বাস।

এছাড়া পুষ্টি কর্ম-পরিকল্পনার অনলাইন মনিটরিং বিষয়ক ওরিয়েন্টেশন প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন কেয়ার বাংলাদেশ এর প্রতিনিধি মাহমুদা খানম। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহানাজ বেগম, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, পরিবার পরিকল্পনা অফিসার হোসনে আরা, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, কেয়ার বাংলাদেশ এর আইসিটি কন্সালটেন্ট তৌফিকুর রহমান, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবগণসহ জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার খোকন মিয়া, ফিল্ড অফিসার রিপন মিয়া ও নয়ন মিয়া উপস্থিত ছিলেন।