জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে বালুসহ ট্রাক ও চালককে আটক করে চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট। সহকারি কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা বৃহস্পতিবার (২১ এপ্রিল) অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নীলকন্ঠ মাস্টার পাড়ার আব্দুস ছামাদের পুত্র আমিনুর ইসলামকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের ট্রাকসহ আটক করেন। পরে তিনি ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চালক আমিনুরের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ট্রাকটি ৭ দিনের জন্য আটক রাখেন। এছাগা বাগপুর বাগের হাট এলাকায় বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ ভেঙে ফেলেন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
গঙ্গাচড়ায় অবৈধভাবে উত্তোলনকৃত বালু পরিবহনের দায়ে চালকের কারাদন্ড

আরও পড়ুন
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত ২
সাংবাদিক শামসকে মুক্তি দিন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন: টিআইবি
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল নছিমন, ৩ ঘন্টা বন্ধ ছিল ট্রেন চলাচল