October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 13th, 2021, 6:24 pm

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জেলা প্রতিনিধি, রংপুর :
‘মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচডড়ায় বুধবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভূমিকম্প ও অগ্নিকা-ে করণীয় বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাব্জুামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমান খন্দকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, গঙ্গাচড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোজাম্মেল হক।
বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের মাঝে ভূমিকম্প ও অগ্নিকা-ের সয়ম কিভাবে নিরাপদ স্থানে অবস্থান ও অগ্নিকা- নিবারণে করণীয় বিষয়ে মহড়া পরিচালনা করেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের ফায়ার সদস্যরা।