October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 14th, 2023, 3:10 pm

গঙ্গাচড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্যভাবে পালন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলোর মধ্যে ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা এক মিনিটে গঙ্গাচড়া কেন্দ্রীয় শহিদ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো। ২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা। সভায় উপজেলার জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব স্ব কর্মপরিকল্পনা তুলে ধরেন।
এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম,
সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, এমপি প্রতিনিধি মমিনুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সোলায়মান আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইয়েদুল ইসলাম, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।