October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 22nd, 2022, 7:25 pm

গঙ্গাচড়ায় আবাদী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৪ টি মেশিন ভেঙে দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নে আবাদী জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় ৪টি ড্রেজার মেশিন ভেঙে দিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ উদ্দিন। সোমবার তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ঘটনাস্থলেই মেশিন ও পাইপ ভেঙে দেন। জানা যায়, মর্নেয়া ইউনিয়নের সীমান্ত এলাকা হাজী পাড়ায় আবাদী খাস জমিতে স্থানীয় দরিদ্র ব্যাক্তিরা চাষাবাদ করে আসছিলো। হারাগাছ এলাকার কতিপয় প্রভাবশালী ব্যাক্তি খাস জমির চাষাবাদ কারীদের ভয় দেখিয়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো। এছাড়া ভাঙ্গাগড়ায় ২ টি মেশিন দিয়ে ও তালপট্টিতে ১টি মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলো স্থানীয় একটি চক্র। বালু উত্তোলনের ফলে পাশের আবাদী আরো অনেক জমি হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ডেজার মেশিন ও পাই ভেঙে নষ্ট করে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ জানান, অবৈধভাবে বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।