November 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 5th, 2023, 3:05 pm

গঙ্গাচড়ায় ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় ইউনিয়ন ভিত্তিক কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) উপজেলার কোলকোন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত কমিউনিটি ডায়লগ অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিলো ‘সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব’। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর প্রতিনিধি কাওছার আহমেদ, ইউনিয়ন সমাজকর্মী রবিউল আলম, মনিরুল ইসলাম। ডায়লগ অনুষ্ঠানে ইউপি সদস্য, ইউপি সচিব, এনজিও প্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। একই অনুষ্ঠান আলমবিদিতর ও নোহালী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এছাড়া বুধবার উপজেলার বড়বিল ও গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে পর্যাক্রমে বেতগাড়ী, মর্নেয়া, লক্ষীটারী, গজঘণ্টা ও খলেয়া ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি ডায়লগ অনুষ্ঠিত হবে।