জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলীহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের অবহিতকরন কর্মশালা বুধবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত। এ প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের এসডিজি বাস্তবায়নে দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়ন, বেকার যুবক যুবতিদের কর্মসংস্থান সুপ্রতিষ্ঠিত করতে কাজ করবে যা দরিদ্র জনগোষ্টি দ্বারাই পরিচালিত হবে।কর্মশালায় সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম। স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ এর ডিসট্রিক ম্যানেজার নাসিরুল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, এসডিএফ এর রংপুরের আঞ্চলিক ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। আরইএলআই প্রজেক্টের কার্যালাপ তুলে ধরেন এসডিএফ এর রংপুর আঞ্চলিক ব্যবস্থাপক মোখলেছুর রহমান। কর্মশালা সঞ্চালনা করেন ইন্সটিটিউশন এন্ড ক্যাপাসিটি লিডিং এর রংপুর জেলা কর্মকর্তা মোস্তাফিজার রহমান। এসময় ইউপি জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী,সিভিল সোসাইটি ও সুধীজনসহ এসডিএফ এর জেলা-উপজেলার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
কিভাবে যাব সেতু দিয়ে ?
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ, সতর্কতার সঙ্গে চলছে ফেরি
ভারী বর্ষণে তলিয়ে গেছে খুলনার শিক্ষা প্রতিষ্ঠান-বসতবাড়ি, ভেসে গেছে মাছের ঘের