জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা সভা বৃহস্পতিবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ, কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা গঙ্গাচড়ার আয়োজনে এবং কমিউনিটি প্রোগ্রাম, দি লেপ্রোসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন প্রমূখ। দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর জেলা সুপারভাইজার প্রদীপ কুমার রায় সভায় প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ উপস্থাপন করেন। জেলা প্রতিবন্ধী সংস্থার সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় সভায় কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়ায় কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আরও পড়ুন
সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
ময়মনসিংহে ট্রাকচাপায় ২ জন নিহত
কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন