August 18, 2022

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 4th, 2022, 4:44 pm

গঙ্গাচড়ায় কোভিড-১৯ প্রতিরোধে টাউনহল মিটিং

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচির আওতায় ইউনিসেফ এর সহযোগিতায় ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে স্বাস্থ্যবিভাগসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগসমূহের সাথে বৃহস্পতিবার (৪ঠা আগষ্ট) টাউনহল মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মিটিংয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, শিক্ষা অফিসার নাগমা সিলভিয়া খান, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান অতিথি হিসেবে করোনা মোকাবেলায় নিজ বিভাগের সেবা, অভিজ্ঞতা, প্রশ্নের উত্তর, মতামত ও পরামর্শ প্রদান করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পিএফজির সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্টের এরিয়া ম্যানেজার সামসুদ্দিনের উপস্থাপনায় টাউনহল মিটিংয়ে স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবা বিভাগের আরো ৩ জন করে প্রতিনিধি, ইমাম, শিক্ষক, সুজনের প্রতিনিধি, নারীনেত্রী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহণ করে নিজেদের অভিজ্ঞতা, মতামত, পরামর্শ ও নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের বিষয় তুলে ধরেন। শেষে সবার মতামত ও পরামর্শে সুনির্দিষ্টভাবে করণীয় নির্ধারণ করা হয়।