জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প (কোভিড-১৯ প্রতিরোধের জন্য ঝুঁকিপূর্ণ যোগাযোগ এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা এবং ভ্যাকসিন যোগাযোগ জোরদার করা) অবহিতকরণ সভা গতকাল সোমবার উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নুজহাত আনিকা, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, লিয়াকত আলী, মাজহারুল ইসলাম লেবু, আব্দুর রউফ। এছাড়া উম্মুক্ত আলোচনায় মতামত দেন অধ্যক্ষ রোকন উজ্জামান, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, সুপার নুর মোহাম্মদ মানিক, নারীনেত্রী নিলুফা ইয়াসমিন, সাংবাদিক সুজন আহম্মেদ প্রমুখ। উপজেলা সুজনের সভাপতি অধ্যক্ষ নুরন নবী রানার সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রকল্পের চলমান কার্যক্রম উপস্থাপন করেন হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে ও সঞ্চালনা করেন হাঙ্গার প্রজেক্ট উপজেলা সমন্বয়কারী সামসুদ্দিন। অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিক, নারীনেত্রী, ইয়ুথ লিডার অংশ গ্রহন করেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি