জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):
রংপুরের গঙ্গাচড়ায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। “কাউকে পশ্চাতে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ দপ্তর ও খাদ্য দপ্তরের আয়োজনে ১৬ অক্টোবর রোববার উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। কৃষি অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান প্রমুখ। র্যালি ও আলোচনা সভায় কৃষি ও খাদ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, ডিলার, কৃষক অংশগ্রহণ করে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি