October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 25th, 2022, 8:38 pm

গঙ্গাচড়ায় গণহত্যা দিবস পালিত

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) গণহত্যা দিবস পালন করা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনর্চাজ সুশান্ত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সোলায়মান আলী, অধ্যক্ষ নুরন্নবী রানা, প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আবু রেজা মোঃ সামসুল কবির মুকুল প্রমুখ। এর আগে দোয়া মাহফিল ও নিরবতা পালন হয়। অপরদিকে গণহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যায় মোমবাত প্রজ্জ্বলন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহসভাপতি জোনায়েত চৌধুরী, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম, গঙ্গাচড়া পাবলিক লাইব্রেরির সভাপতি আব্দুল বারী বাবু, ওসির প্রতিনিধিসহ সাংবাদিক ও ইউএনও অফিসের কর্মচারিগণ। মোমবাতি প্রজ্জ্বলন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।