জেলা প্রতিনিধি, রংপুর :
“সঠিক পুষ্টিতে সুস্থ জীবন” এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯) উপলক্ষে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও ইএসডিও জানো প্রকল্পের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গত শনিবার সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুষ্টি সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপদেষ্টা ও ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপদেষ্টা ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সদস্য কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মাসুদ রানা প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. আসিফ ফেরদৌস বিগত সভার রেজুলেশন পাঠ এবং সভায় উপস্থাপন করেন। এছাড়া একই স্থানে পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং ইএসডিও জানো প্রকল্পের প্রচারনায় পুষ্টি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি বিভাগ ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সভায় সপ্তাহব্যাপী কার্যক্রম উপস্থিত সকলকে অবগত করেন। অন্যদিকে রবিবার (২৪ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে কিশোর-কিশোরীদের নিয়ে পুষ্টির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও জানো প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ওসি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন।
গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আরও পড়ুন
ঠাকুরগাঁও রেলস্টেশনে বেড়েছে পকেটমারদের দৌরাত্ম্য, অসহায় ট্রেনযাত্রীরা
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ নিহত ২
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত