জেলা প্রতিনিধি, রংপুর :
মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করব ভোটাধিকার এ প্রতিপাদ্যে রংপুরের গঙ্গাচড়ায় বুধবার (২ রা মার্চ) জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। আরো বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সমাজ সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার আইনুল হক। এর আগে একটি র্যারি গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ মাঠে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারি, স্কাউটস সদস্যসহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের