জেলা প্রতিনিধি, গঙ্গাচড়া (রংপুর) :
রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, অধ্যক্ষ মহেন্দ্র চন্দ্র, ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সোলায়মান আলী, নুর ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস, ওসি দুলাল হোসেন প্রমূখ। আলোচনা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল ১০ টায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানায়। পরে ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। সকাল সাড়ে ১০টায় শোক র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া সূর্যদয়ের সাথে সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আওয়ামীলীগ, বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়। শোক দিবস উপলক্ষে হাসপাতাল, এতিমখানায় উন্নত খাবার দেওয়া হয় এবং মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়। মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি