জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় নারীর অধিকার ও অংশগ্রহন বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে বুধবার (৩রা নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অপরাজিতা:নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর বাস্তবায়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, শিক্ষা কর্মকর্তা নাগমা সিলভিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে আরা, অপরাজিতা নারীনেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ক্ষ্যান্ত রানী রায় প্রমুখ। ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর জুলিয়া আখতারের উপস্থাপনায় মতবিনিময় সভায় অপরাজিতার জেলা কো-অর্ডিনেটর রেজাউল করিম, উপজেলা কো-অর্ডিনেটর আব্দুল খালেকসহ অপরাজিতার নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সরকারি বিভিন্ন দপ্তরে নারীদের সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি