October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 9th, 2022, 7:32 pm

গঙ্গাচড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর :
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের অধীনে ও রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে বুধবার (৯ ফেব্রুয়ারি) রংপুরের গঙ্গাচড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন পিএএ, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোসাদ্দেকুর রহমান, প্রতিবন্ধী বিষয়ক অফিসার তাপস কুমার বর্মা। এছাড়া প্রতিবন্ধীদের বিভিন্ন রোগের চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।