October 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 7th, 2021, 8:15 pm

গঙ্গাচড়ায় প্রত্যাহার ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ২৯ প্রার্থী, আপিলে বহাল ৩ প্রার্থী

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৯ ইউনিয়নের ৫ চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীসহ ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। গত সোমবার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বিকাল ৫ টা পর্যন্ত ইউনিয়ন ভিত্তিক দায়িত্বরত রির্টানিং অফিসারের কাছে আবেদনপত্র জমা দিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। যে ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, লক্ষীটারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী মমিনুর ইসলাম রব্বানী, উপজেলা আওয়ামী শ্রমিকলীগের আহবায়ক বড়বিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিলকারী সিএম সাদিক ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী সোয়েব মোঃ ইকবাল, কোলকোন্দ ইউনিয়নের আব্দুল হালিম, আলমবিদিতর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী কৃষকলীগের যুগ্নআহবায়ক টিটুল মিয়া। এছাড়া সংরক্ষিত সদস্য পদের প্রত্যাহারকারীরা হলেন কোলকোন্দ ইউনিয়নের ১,৫,৬ নং ওয়ার্ডের মারুফা বেগম ও লাভলী বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের জাহেরা বেগম, বড়বিল ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের শামীমা বেগম, গঙ্গাচড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের শাহিনা বেগম। সাধারণ আসনের সদস্যরা হলেন লক্ষীটারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নজরুল ইসলাম, বড়বিল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আকরামুজ্জামান, ৭ নং ওয়ার্ডের সাহেদুল ইসলাম, কোলকোন্দ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেহেদী হাসান ও সাইদুজ্জামান, ৮ নং ওয়ার্ডের রবিউজ্জামান রুবেল, গজঘন্টা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের তানজির আহম্মেদ, ৬ নং ওয়ার্ডের হাফিজুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের নুরুন্নবী, আলমবিদিতর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের লিটন মিয়া ও লিমন মিয়া, ৮ নং ওয়ার্ডের ইউনুছ আলী ও মোহছেনা বেগম, ৯ নং ওয়ার্ডের মোতাহার হোসেন, নোহালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ময়নুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের রেহেনা খাতুন, গঙ্গাচড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাসানুজ্জামান বাবু, ৬ নং ওয়ার্ডের আব্দুল বারী বেলাল, ৮ নং ওয়ার্ডের নওশা মিয়া। এদিকে রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও ২ জন সাধারণ আসনের সদস্য সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছে মনোনয়নপত্র বহালের জন্য আপিল আবেদন করেছিল। গত ৫ ডিসেম্বর আপিল শুনানি শেষে ১ জন চেয়ারম্যান প্রার্থী ও ১ জন সাধারণ সদস্যর মনোনয়নপত্র বহাল হয়েছে। এরা হলেন বড়বিল ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামছুল হুদা ও মর্নেয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মিন্টু মিয়া। এছাড়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কাছে আপিলে বাতিল হয়ে যাওয়া বেতগাড়ী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান প্রামানিক লিপ্টন ৭ ডিসেম্বর হাইকোর্টের বহাল হয়েছেন। লিপ্টন মোবাইলে ফোনে নিশ্চিত করেন। অন্যদিকে জেলা নির্বাচন অফিসারের কাছে আপিলে বাতিল হওয়া আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে বড়বিল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী বর্তমান চেয়ারম্যান আফজালুল হক রাজু, ও বড়বিল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজগার আলী। অপরদিকে মঙ্গলবার ৭ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মাঝে রির্টানিং অফিসার কর্তৃক প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ পেয়ে দুপুর ২টা থেকে প্রচারণা শুরু করেছে প্রার্থীরা।