October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 8:50 pm

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

জেলা প্রতিনিধি, রংপুর :
সারাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১’শ ২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন এর নেতৃত্বে ভাইস চেয়ারম্যানগণ ও সরকারি কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এরপর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গঙ্গাচড়া মডেল থানা, গঙ্গাচড়া সরকারী কলেজ, উপজেলা আওয়ামীলীগ, আওয়ামী সেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ চত্তরে শিশুদের নিয়ে কেক কাটেন অতিথিবৃন্দ। এরপরে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।